আমার স্টাইল কি ধরনের শপ?
আমার স্টাইল একটি ফ্যাশন শপ, যা অনলাইন বেজ বিক্রি করে থাকে। তবে নিজস্ব অফিস থাকায় কাস্টমার অফিসে এসে দেখে পাঞ্জাবি নিতে পারে।
আমার স্টাইল এ কি ১ পিস পাঞ্জাবি অর্ডার করা যাবে?
যি অবশ্যই। আপনার চাহিদা অনুযায়ী যত পিস প্রয়োজন তত পিস অর্ডার করতে পারবেন।
আমার স্টাইল কি পাইকারি বিক্রি করে?
জি, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা পাইকারি বিক্রি করে থাকি। শুধু তাই না, কাস্টমারের চাহিদা অনুযায়ী ব্র্যান্ড এর পাঞ্জাবি বানিয়ে দিয়ে থাকি। নিজেদের কারখানা থাকায় আমরা কাস্টমারের জন্য আমরা এই সুবিধা করে দিয়েছি। এর পাশাপাশি কেউ চাইলে আমাদের পাঞ্জাবি রিসেলিং করতে পারে।
পেমেন্ট সিস্টেম কি?
বর্তমানে অনলাইন কেনাকাটায় কাস্টমাররা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। কাস্টমারের কথা চিন্তা করে আমার স্টাইল সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করার সুযোগ দিচ্ছে।অর্ডার করার পর কাস্টমার এর কাছে ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে যাবে, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কাস্টমার চেক দিয়ে তারপর পার্সেল রিসিভ করতে পারবে। পরবর্তীতে যদি কোনো সমস্যা থাকে তবে রিসিভ করার ২৪ ঘন্টার মধ্যে আমার স্টাইলের WhatsApps অথবা Imo তে যোগাযোগ করতে হবে। WhatsApp অথবা Imo নাম্বার :- 01768289398 ।
আমি কি অগ্রিম পেমেন্ট করতে পারবো?
জি, কাস্টমার চাইলে অগ্রিম পেমেন্ট করতে পারবে। বিকাশ এবং নগদ:- 01768289398। উক্ত নাম্বার ব্যতিত অন্য কোনো নাম্বার এ পেমেন্ট করা যাবে না। উক্ত নাম্বার ব্যতিত অন্য কোনো নাম্বার এ পেমেন্ট করলে আমার স্টাইল এর দায়ভার নিবে না।